লিবিয়ায় ট্রাক উল্টে নিহত ১৯

ছবি : ইন্টারনেট

লিবিয়ার বনি ওয়ালিদ শহরে অভিবাসনপ্রার্থী বহনকারী একটি ট্রাক উল্টে প্রাণ গেছে অন্তত ১৯ জনের। বুধবারের এই দুর্ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসকদের দাবি, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রশাসন জানায়, ট্রাকটিতে প্রায় আড়াইশো আরোহী ছিলো। দুর্ঘটনার পর ১২৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, অভিবাসনপ্রার্থীদের বেশিরভাগ সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক। অবৈধভাবে ইউরোপ পাড়ি দেয়ার জন্য লিবিয়া হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রুট। দেশটির সরকারের অভিযোগ অভিবাসনপ্রার্থীদের অনেকে ইউরোপ যেতে না পারলে লিবিয়ায় জড়িয়ে পড়েন নানা অপরাধে।

আজকের বাজার : আএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮