ত্রিপলি দখল নেয়াকে কেন্দ্র করে সোমবার লিবিয়ায় দু’টি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে যোদ্ধা ও বেসামরিকসহ অন্তত ৫১ জন নিহত হয়েছে।
এছাড়া একটি যুদ্ধবিমান ত্রিপোলির একমাত্র সচল বিমানবন্দরে হামলা চালানোয় ওই বিমানবন্দর আপতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
খলিফা হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) প্রধান শহর থেকে সর্বোচ্চ আট কিলোমিটার দূরত্বের মিটিগা বিমানবন্দরে বিমান হামলার দায় স্বীকার করেছে।
হাফতারের গ্রুপটির সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি ও দেশের পশ্চিমাঞ্চল দখলে থাকা সরকারি বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়। আর দুটি বিদ্রাহী গ্রুপের মধ্যে চলমান এ সংঘর্ষের কারণে উত্তর আফ্রিকার অঞ্চলটিতে গৃহযুদ্ধের মধ্যে দিয়ে ২০১১ সালের দীর্ঘস্থায়ী সামরিক শাসক মোয়াম্মার গাদ্দাফী হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে।
এদিকে জাতিসংঘ বলছে, সর্বশেষ এ সংঘর্ষের কারণে সেখানকার প্রায় ৩ হাজার ৪০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হতাহত ও বেসামরিকদের জন্য জরুরি সেবাগুলোও বন্ধ হয়ে গেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বিবদমান এলাকা থেকে আহত এক রোগিকে উদ্ধার করতে যেয়ে দুজন চিকিৎসক নিহত হয়েছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ