লিবিয়ায় পাচারকারী চক্রের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। গুলিবিদ্ধ ১১ বাংলাদেশির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
বৃহস্পতিবার রাতে, হতাহতের এ ঘটনার খবর জানায় লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার। জানা যায়, ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর, মিজদায, এক মানব পাচারকারীর কাছে জিম্মি ছিলেন ৩৮ বাংলাদেশি। ওই ব্যক্তি খুন হলে, তার স্বজন ও সহযোগীরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে হামলা চালায়। নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই মারা যায় অনেকে।
রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনো মিলিশিয়া গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। করোনা মহামারির কারণে বিধিনিষেধ থাকায় তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে পারেনি ত্রিপোলির বাংলাদেশি দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় যোগাযোগ আছে লিবিয়া সরকারের সাথেও।