লিবিয়ায় বিমান হামলায় ৫ ডাক্তার নিহত

লিবিয়ার শক্তিশালী খালিফা হাফতার বাহিনীর বিমান হামলায় পাঁচ ডাক্তার নিহত হয়েছে। রাজধানীর কাছে একটি অস্থায়ী হাসপাতালে এ হামলা চালানো হয়। জাতিসংঘ স্বীকৃত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

হাফতারের নিজস্ব বাহিনী ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’ গত এপ্রিল থেকে ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জাতিসংঘ স্বীকৃত সরকারের নিয়ন্ত্রনে রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লামিন আল হাশেমি বলেন, বিমানবন্দর সড়কে অবস্থিত এই হাসপাতালটিতে বিমান হামলায় পাঁচ ডাক্তার নিহত এবং আরো সাতজন আহত হয়েছে।’

হাসেমি আরো জানান, হাফতারের একটি ‘যুদ্ধ বিমান’ শনিবার ওই হামলা চালিয়েছে।
তবে হাফতার বাহিনী এ হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার কোনটাই করেনি।

আজকের বাজার/লুৎফর রহমান