লিবিয়ায় বোমা হামলায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন।
বুধবার (২০ জুন)লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা নগরীতে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক মুখ্যপাত্র জানান, বুধবার দেরনা নগরীতে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এসময় সেনাবহিনীর টহলরত গাড়ি থাকা চারজন নিহত হন।
নিহত কমান্ডার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে থেকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরজেড/