লিবিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তাজেরবুর কাছে ১২ ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছে। শনিবার এক সামরিক সূত্র একথা জানিয়েছে।
খবর এএফপি’র।
সূত্রটি আরো জানায়, ‘যৌথ সামরিক বাহিনীর ব্যাটালিয়ন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এই জঙ্গিরা নিহত হয়।সন্ত্রাসীরা তাজেরবুর পশ্চিমাঞ্চলে লুকিয়ে ছিল।’
সূত্র আরো জানায়, এই ঘটনায় বিপুল সংখ্যক যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
ছোট মরু শহর তাজেরবুতে শুক্রবার ভয়াবহ হামলা চালানো হয়। বেশ কয়েকজন বন্দুকধারী সাঁজোয়া যান নিয়ে একটি থানা ও বেশ কয়েকটি সরকারি ভবনে হামলা চালায়। এতে আট জন নিহত হয় ও আরো ১৫ জন আহত হয়।
সন্ত্রাসীরা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়।
সামরিক সূত্র জানায়, ‘যে সব সন্ত্রাসী তাজেরবুতে হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের ধ্বংস করতে এ অভিযান চালানো হয়।’
শনিবার লিবিয়ায় ইউএন সাপোর্ট মিশন ওই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র – বাসস