লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন, ‘মাছশিকারীদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচ জনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরো বলেন, ‘গত রাতে কোস্ট গার্ড আরো ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোন দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
আইওএম’র তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।