লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৬৩ জন নিখোঁজ

লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৬৩ শরণার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনীর মুখপাত্র। খবর এএফপি’র।

জেনারেল আইয়ুব কাশেম জানান, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌযানে ১০৪ জন আরোহী ছিল। জাহাজটি ত্রিপোলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়।

একই অঞ্চলে অপর দুই অভিযানে উদ্ধার হওয়া ২৩৫ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সাথে এই ৪১ জনকে নিয়ে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ সোমবার ত্রিপোলিতে ফিরে এসেছে। এদের মধ্যে ৫৪ জন শিশু ও ২৯ জন নারী রয়েছে।

কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।

শুক্রবার থেকে রোববারের মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর এটি ছিল সর্বশেষ জাহাজ ডুবির ঘটনা।

আরজেড/