সদ্যোজাত সন্তানের মৃত্যুতে শোক জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করায় লিভারপুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত মঙ্গলবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের মধ্যকার ম্যাচের সপ্তম মিনিট এ্যানফিল্ডের দর্শকরা দাঁড়িয়ে রোনাল্ডোর প্রতি সমর্থন জানিয়ে করতালিতে পুরো পরিবেশ মুখর করে তোলে। এক মিনিটের ঐ করতালির সাথে রোনাল্ডোর প্রতি তাদের ভালবাসাও প্রকাশ পায়।
হাততালির সাথে সাথে লিভারপুলের সমর্থকরা একসাথে গেয়ে উঠে, ‘তুমি কখনো একা হাঁটবে না, রোনাল্ডো।’ সোমবার রোনাল্ডো ও তার বান্ধবী সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলে শিশুটিকে হারিয়েছেন, যদিও মেয়ে শিশুটি বেঁচে আছে। সন্তানের মৃত্যু সংবাদটি রোনাল্ডো নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সকলকে জানিয়েছেন।
এ্যানফিল্ডের ঐদিনের দারুন দৃশ্যটির একটি ভিডিও পোস্ট করে ইন্সটাগ্রামে রোনাল্ডো লিখেছেন, ‘এক বিশ্ব.. এক ক্রীড়া.. একটি বৈশ্বিক পরিবার। ধন্যবাদ এ্যানফিল্ড। শ্রদ্ধা ও সমবেদনার এই মুহূর্তটির কথা আমি ও আমার পরিবার কখনই ভুলবো না।’ ম্যাচে লিভারপুল ৪-০ গোলে জয়ী হবার পরে রেডস বস জার্গেন ক্লপ বলেছেন পুরো ম্যাচে ঐ এক মিনিট ছিল সবচেয়ে সেরা মুহূর্ত। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান