সাম্প্রতিক সময়ে পঞ্চম সিনিয়র খেলোয়াড় হিসেবে লিভারপুলের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন স্কটিশ এন্ডি রবার্টসন। ২৭ বছর বয়সী এই আন্তর্জাতিক লেফট-ব্যাকের আগে লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, ব্রাজিলিয়ান ফাবিনহো ও এ্যালিসন বেকার ও ডাচ সেন্ট্রাল-ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের জার্গেন ক্লপের অধীনে রবার্টসন লিভারপুলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। ২০১৭ সালে ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাল থেকে এ্যানফিল্ডে যোগ দেবার পর এ পর্যন্ত ১৭৭টি ম্যাচ খেলেছেন। ক্লাবের ওয়েবসাইটে এ সম্পর্কে রবার্টসন বলেছেন, ‘যতটা সম্ভব দীর্ঘ সময়ে এই ক্লাবের সাথে আমি থাকতে চাই। এটা আমার ও আমার পরিবারের জন্য সত্যিকার অর্থেই দারুন উপভোগ্য একটি জায়গা। আমরা এখানে ভালভাবেই মানিয়ে নিয়েছি। এই ফুটবল ক্লাবের সবকিছুই আমরা ভালবাসি। আরো কিছুদিন এখানে থাকতে পেরে আমি দারুন আন্দদিত।’
রবার্টসন আরো বলেছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়ে গেলেও তিনি এই তালিকায় আরো কিছু যোগ করতে চান। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যখন বড় কোন ক্লাবের পক্ষে চুক্তি করে তখন অবশ্যই তার ইচ্ছা থাকে ঐ ক্লাবটির একজন নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সম্ভাব্য সব শিরোপা জয় করতে। এই ক্লাবটি যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই অসাধারন। অবশ্যই সব কিছু অর্জন করা শেষ হয়ে যায়নি। আশা করছি ক্লাবের হয়ে ভবিষ্যতেও অবদান রাখতে পারবো।’
ট্রান্সফার মার্কেটে মিলিয়ন পাউন্ড ব্যয় করে নতুন খেলোয়াড় আনার থেকে পুরোনো তারকাদের চুক্তি নবায়নের বিষয়টিতেই বেশী জোড় দিয়েছেন ক্লপ। গ্রীষ্মকালীণ দলবদলে একমাত্র খেলোয়াড় হিসেবে ফরাসি অনুর্ধ্ব-২১ দলের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটেকে বুন্দেসলিগার ক্লাব আরবি লিপজিগ থেকে ৩৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে লিভারপুল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান