লিসবনের সাথে ড্র করলো লিভারপুল

স্পোর্টিং লিসবনের সাথে ২-২ গোলে ড্র দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে লিভারপুল। প্রাক-মৌসুম এই সফরে একটি ম্যাচও জিততে পারেনি ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচের এই সফরে লিভারপুল কোন জয় না পেলেও নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ ঠিকই কাজে লাগিয়েছে। বিশেষ করে গতকাল নিউ ইয়র্কের ইয়ানকি স্টেডিয়ামে পর্তুগীজ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে অল রেডসরা। এর আগের দুই ম্যাচে সেভিয়ার কাছে ২-১ ও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল জার্গেন ক্লপের দল

আজকের বাজার/লুৎফর রহমান