লিসিচানস্কে ইউক্রেনের হামলায় ২০ জন নিহত

লুগানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) লিসিচানস্কের একটি বেকারিতে ইউক্রেন সেনাবাহিনীর ছোঁড়া গোলায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এ কথা  জানিয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকর্মীরা ২০ জনের  মৃতদেহ উদ্ধার করেছে। আরো  হামলার আশংকার মধ্যেই উদ্ধারকারীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। কাজ অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনের সশস্ত্র বাহিনী শনিবার বিকেলে লিসিচানস্কের একটি বেকারিতে হামলা চালায়। (বাসস ডেস্ক)