লিস্টেড কোম্পানির কর পুনর্বিন্যাসের প্রস্তাব

পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে এবং বিদ্যমান কোম্পানিসমূহকে প্রণোদনা হিসেবে কর্পোরেট করহার ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক, বিমা, লিজিং কোম্পানি, এসএমই ফাউন্ডেশন) এর সাথে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব করেন সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার।

তালিকাভুক্ত পাবলিক ট্রেডেড কোম্পানির কর্পোরেট কর ২০ শতাংশ করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, পুঁজিবাজারে আরোও বেশি কোম্পানি অন্তর্ভুক্ত করতে প্রণোদনা হিসেবে কর্পোরেট কর ২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা যেতে পারে; অন্যান্য লিমিটেড কোম্পানির ৩৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা যেতে।

এছাড়া ব্যাংক, ইন্সুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান, সিগারেট উৎপাদনকারী কোম্পানি, মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট করহার পুর্নবিন্যাসের প্রস্তাব করেন তিনি।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ক্ষুদ্র এবং মাঝারি খাতে নিম্নহারে আলাদা করহার প্রযোজ্য উদাহরণ টেনে সিএসই এমডি বলেন, তালিকাভুক্ত কোম্পানিসমূহের ফাইন্সিয়াল রিপোর্টিং অতালিকাভুক্ত কোম্পানিসমূহের তুলনায় অধিকতর স্বচ্ছ। কর্পোরেট করহারে যথেষ্ট ব্যবধান থাকলে গুণগত মানসম্পন্ন কোম্পানিসমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। যা একটি টেকসই পুঁজিবাজার তথা অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে।

একইসঙ্গে তিনি এসএমই খাতকে পুঁজিবাজারে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনামূলক করহার প্রবর্তন করার প্রস্তাব দেন। তিনি বলেন, পুঁজিবাজারে এসএমই খাতকে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে পৃথক স্কীমের আওতায় এনে এদের জন্য প্রথম ৫ কোটি টাকা আয় পর্যন্ত ০ শতাংশ, পরবর্তী ৫ কোটি টাকা পর্যন্ত ১৫ শতাংশ ও ৫ কোটির উর্ধ্বে ২০ শতাংশ কর আরোপ করা যেতে পারে।