লি-ই চট্রগ্রারে বড় ‘শত্রু’

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। পরের আসরে সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। এক মৌসুম পর আবারো ফাইনালে নাম লিখিয়েছে বন্দরনগরীর দলটি। শিরোপা পুনরুদ্ধার করাই এবার তাদের মূল লক্ষ্য।

এদিকে, প্রথমবারের মতো দেশের বাইরে কোন আসরে খেলতে এসেই ফাইনালের উঠেছে মালয়শিয়ার তেরেঙ্গানু এফসি। শিরোপা জয়ের মাধ্যমে এখন ইতিহাস গড়ার লক্ষ্য স্থির করেছে তারা। ট্রফি নিয়ে দেশে ফিরতে চান দলটির কোচ মোহাম্মদ নাফুজি বিন জেইন। সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

গ্রুপ পর্বে এক ম্যাচে হারতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আর এখনো পর্যন্ত অপরাজিত তেরেঙ্গানু। যাদের আক্রমনভাগের নেতৃত্বে অধিনায়ক লি টাক ও ব্রুনো সুজুকি। এ দুই ফুটবলারই এবারের আসরে করেছেন হ্যাটট্রিক। ব্রুনো এক ম্যাচে আর লি টাক দুই ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। তারা দু’জনই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল তছনছ করে প্রবেশ করেন বক্সে। সেট পিস থেকেও গোল আদায়ে দক্ষ লি টাক।

অতিথি দলের এ দুই ফুটবলার নিয়েই যত ভয় স্বাগতিক শিবিরে। তাই ফাইনালে ব্রুনো আর লি টাককে নিয়ে আলাদা পরিকল্পনার ছক কষেছেন স্বাগতিক দলের কোচ মারুফুল হক। তিনি বলেন, তেরেঙ্গানুর অধিনায়ক লি টাক ও ব্রুনো সুজুকির মধ্যে রসায়নটা দারুণ। এ দু’জনকে আটকানোর কৌশল নিয়ে আমরা কাজ করছি। লি টাক এ আসরে অন্যতম সেরা পারফর্মার। বক্সের ভেতরে এ পর্যন্ত তারা তিনটি পেনাল্টি আদায় করেছে। তাই আমার খেলোয়াড়দের প্রতি পরামর্শ তারা যেন বক্সে বিপজ্জনক কাউন্টার এ্যাটাক না করে।আমার দল দিন দিন উন্নতি করছে। আশা করি ফাইনালেও উন্নতি করবে এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েই শিরোপা জয় করবে।

তেরেঙ্গানু এফসি এবারই প্রথম দেশের বাইরে কোন আসরে খেলতে এসেছে। প্রথম আসরেই বাজিমাত করেছে ফাইনালে উঠে। আর মোহাম্মদ নাফুজি বিন জেইনের প্রধান কোচের দায়িত্ব গ্রহনের পর এটিই প্রথম টুর্নামেন্ট। সবকিছু মিলিয়ে দারুণ রোমঞ্চিত মালয়শিয়ান দলটি। দেশের বাইরে থেকে ট্রফি নিয়ে ফিরতে চায় তারা।
কোচ বলেন, আমার লক্ষ্য শিরোপা অর্জন। আমি আশা করি, আগামীকাল খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। আমি জানি, স্বাগতিক দলের বিপক্ষে খেলাটা খুব সহজ হবে না। আমরা আমাদের খেলাটা খেলতে চাই। আমার দল আন্ডারডগ হিসেবে মাঠে নামবে।
অধিনায়ক লি টাক বলেন, আমি মনে করি আগামীকাল চমৎকার এক ফাইনাল হবে। দু’দলই চমৎকার ফুটবল খেলেছে। তবে স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে খেলাটা আমাদের জন্য সহজ হবে না। তাই আগামীকালকের ম্যাচটিতে আমাদের বাড়তি কষ্ট করতে হবে। তারা ফাইনালের আগে বাড়তি দুই দিন সময় পেয়েছে। সেদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে।’