লীগ ওয়ান: লিঁওকে রুখে দিল নিমস

লীগ ওয়ানের ম্যাচে নিমসের সঙ্গে গোল শূন্য ড্র করল লিঁও। ফলে এবারের লীগ ওয়ানের শুরুটা কিছুটা স্লথ গতি নিয়েই করতে হল লিঁওকে। শুক্রবার নিমসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদায়ী দুই তারকা মেমফিস ডিপে ও মুসা ডেম্বেলেকেও মাঠে নামায় লিঁও। ডিপে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে। সুচনা একাদশে থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি এই জুটি।

মিডফিল্ডার ব্রুনো গুইমারেস বলেন,‘ এটি একটি বিশ্রী বিশ্রি ছিল। আমরা সহজ সুযোগ হাতছাড়া করেছি। আমাদের আরো কাজ করতে হবে, কারণ আমরা এভাবে পয়েন্ট হারাতে চাই না।’

চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালে পৌঁছানো লিঁও এই লীগে এখনো জয়ের মুখ দেখেনি। ফ্রেঞ্চ লীগ কাপের ফাইনালেও তারা প্যারিস সেন্ট জার্মেইর’র (পিএসজি) কাছে হেরেছিল। তবে তাদের এমন নজর কাড়া পারফর্মেন্সের প্রতিফলন এখনো দেখা যাচ্ছেনা।

লীগের চতুর্থ ম্যাচ শেষে লিঁও এখনো পয়েন্ট তালিকার দশম অবস্থানে রয়েছে। নিমসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। এদিনের শুরুতে হামবুর্গ থেকে জার্মান গোল রক্ষক জুলিয়ান পোলার্সবেককে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে লিঁও। ২৫ লাখ ইউরোর বিনিময়ে দলে ভেড়ানো এই ফুটবলার এ্যান্থনি লোপেসের সহকারী হিসেবে থাকবেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান