ইংলিশ ফুটবলের ঘরোয়া লীগ কাপের আসরে জয় পেয়েছে দুই ফেভারিট আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি । লীগ কাপের সেরা আটের বাঁধা ডিঙ্গিয়ে এই দুই দল এখন নাম লিখিয়েছে শেষ চারে । মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি হারিয়েছে লেইস্টার সিটিকে । আর আর্সেনাল জিতেছে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ।
মঙ্গলবার ২০১৬ সালের ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন লেইস্টারের সাথে তাদের মাঠে খেলতে যায় ম্যান সিটি । চলতি মৌসুমের রেকর্ড টানা জয়ে উড়তে থাকা সিটিজেনরা ম্যাচ জিতেছে শেষ পর্যন্ত । তবে সেই জয় খুব সহজে আসে নি ।
কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে । পরে পেপে গার্দিওলার দল জয় পায় ৪-৩ গোলে পেনাল্টি শ্যুট আউটে ।
ম্যাচে অবশ্য প্রথম গোল করে অতিথি ম্যান সিটি । ২৭ মিনিটে পেপে গার্দিওলার দলকে এগিয়ে নেন বার্নার্ডো সিলভা ।
তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সমতা আনেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার জেমি ভার্ডি । তবে ভার্ডি টাই ব্রেকারে শট মিস করেন । তার প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে ।
ইংলিশ স্ট্রাইকারের মতো টাইব্রেকারে গোল করতে পারেননি রিয়াদ মাহরেজও। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো ঠেকিয়ে দেন আলজেরিয়ার এই উইঙ্গারের শট। ফলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ ব্যবধানের গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় গার্দিওলার ম্যানসিটির।
দিনের আরেক ম্যাচে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেডকে ।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে গানারদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ড্যানি ওয়েলব্যাক ।
এই জয়ে ২০১০-১১ মৌসুমের পর আবারও লীগ কাপের সেমি ফাইনালে নাম লেখালো আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ।
আজকের বাজার: সালি/ ২০ ডিসেম্বর ২০১৭