লুই এনরিকে স্পেনের নতুন কোচ

আগামী দুই বছরের জন্য স্প্যানিশ ফুটবলের দায়িত্ব নিলেন লুই এনরিকে। ইতিমধ্যে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে নতুন এই কোচের চুক্তি সম্পন্ন হয়েছে।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্ডো হিয়েরোর স্থলাভিষিক্ত হলেন তিনি। রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে ছাঁটাই হওয়া কোচ য়ুলেন লোপেতেগির জায়গায় এসেছিলেন হিয়েরো। বিশ্বকাপ শেষ হওয়ার পর পদত্যাগ করেন তিনি।

সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস নতুন কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করে বলেন, “সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওঁর দায়বদ্ধতা আমার ভালো লেগেছে। স্পেনের কোচ হওয়ার জন্য অনেক বেশি টাকার প্রস্তাব ও ছেড়ে দিয়েছে। আমরা যে যে গুণগুলো খুঁজছিলাম, তার সবই এনরিকের মধ্যে রয়েছে।”

এনরিকে এর আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় ক্লাবে খেলেছেন এনরিকে। খেলতেন মিডফিল্ডে। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন বার্সেলোনার কোচ। জিতেছেন দুটো লা লিগা খেতাব। একবার চ্যাম্পিয়ন্স লিগেও জিতিয়েছিলেন বার্সাকে।জিতেছেন তিনবার কিংস কাপও। কোচ হিসেবে এনরিকের প্রথম ম্যাচ হবে উয়েফা নেশন’স লিগে ইংল্যান্ডের বিরুদ্ধে। যা হবে ৮ সেপ্টেম্বর।

আরএম/