লুক বেসনের বিরুদ্ধে ‘ধর্ষণ’ অভিযোগের প্রমাণ মেলেনি

ফরাসি চিত্র পরিচালক লুক বেসন প্যারিসের একটি হোটেলে এক অভিনেত্রীকে ধর্ষণ করেছেন বলে সেই অভিনেত্রী  অভিযোগ করেন। কিন্তু টক্সিকোলোজিক্যাল রক্ত পরীক্ষায় এ অভিনেত্রীর ধর্ষিত হওয়ার কোন প্রমাণ মেলেনি।

সোমবার (২৮ মে) এ ঘটনার তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

২৭ বছর বয়সী ওই মডেল ও অভিনেত্রী চলতি মাসের গোড়ার দিকে বেসনের সঙ্গে দেখা করার এক দিন পর তিনি এ ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এদিকে বেসন তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ওই নারী পুলিশকে জানান, ব্রিস্টল হোটেলে বেসনের সঙ্গে সাক্ষাতের সময় এক কাপ চা খাওয়ার পর তিনি ‘অসুস্থ’ বোধ করেন এবং ‘জ্ঞান হারিয়ে ফেলেন’।

অভিযোগে তিনি আরও বলেন, ৫৯ বছর বয়সী এ পরিচালকের সঙ্গে তার প্রায় দুই বছর ধরে সম্পর্ক রয়েছে।

 

আজকের বাজার/ এমএইচ