সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৮.৩৬ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,গড়ে প্রতিদিন কোম্পানিটির ১২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২.৩৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১.৪৭ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজে ১০.৭৬ শতাংশ, এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স ১০.৭০ শতাংশ, জেমিনি সি ফুডে ১০.৬৯ শতাংশ, জিল বাংলাসুগার মিলে ১০.৩৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সে ১০.৩৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্সে ১০.১১ শতাংশ এবং আরামিট সিমেন্টে ১০.০২ শতাংশ দর কমেছে।
আজকের বাজার: এলকে/ এলকে/৫ মে,২০১৭