ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৩৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৪ বারে কোম্পানির ৩৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্স ২ টাকা বা ৭ দশমিক ৬৯ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটির সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৭ বারে ৫৯ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন করেছে।
লুজারের তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ৩০ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৮ বারে এক লাখ ৯৬ হাজার ৭২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, জাহিন স্পিনিং ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।