লুজারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ০৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৮৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভেনগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডে ১৫ দশমিক ৮৯ শতাংশ, বিচ হ্যাচারি ৫ দশমিক ৬৬ শতাংশ, জাহিন স্পিনিং ৫ দশমিক ৫৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে ৩ দশমিক ৮৯ শতাংশ, কেপিপিএলে ৩ দশমিক ৪২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ৩ দশমিক ১৮ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলে ৩ দশমিক ১৪ শতাংশ দর কমেছে।

আরএম/