ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ১৩ দশমিক ০৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ২০ বারে কোম্পানির ১১ হাজার ১০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১ টাকা বা ৯ দশমিক ৩৫ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ২ বারে ৩৭ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা।
লুজারের তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর ৬০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আজ ফান্ডটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৪৯ বারে ৯ লাখ ২৭ হাজার ৫৩৮টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে–ওয়াটা কেমিক্যালস লিমিটেড,তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাটা সু কোম্পানি বালাদেশ লিমিটেড এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।
রাসেল/