ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লুজারের বা দর কমার তালিকার শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৯ শতাংশ বা ২ টাকা ৪ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে। লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাভার রিফ্রেক্টরীজ লিমিটেড। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ বা ১২ টাকা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩০ টাকা বেচাকেনা হয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২০ টাকা বেচাকেনা হয়েছে।
লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, ঢাকা ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্টস, মাইডাস ফাইন্যান্স।