লুজারের শীর্ষে ফার্স্ট ফিন্যান্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৪.৮৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন প্রায় ৫ কোটি ১৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ২৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংক ১২.৬ শতাংশ, উসমানিয়া গ্লাস ১০.৯৩ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ১০.৭১ শতাংশ, খুলনা প্রিন্টিং ৯.২৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৯.২৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৮.১৯ শতাংশ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৭.৯৫ শতাংশ দর কমেছে।

আজকেরবাজার/এস