সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২৭ দশমিক ৪১ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২১ দশমিক ১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৯ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৭১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, বিডি অটোকার্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।