বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টোরিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৩০ দশমিক ৬০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২০ দশমিক ১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুড লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৫৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে, আইসিবি ইসলামিক ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার, কুইন সাউথ টেক্সটাইল, শ্যামপুর সুগার এবং লিবরা ইনফিউশনস লিমিটেড।