ভারতে এখন পর্যন্ত মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এরইমধ্যে তেলেঙ্গনা রাজ্যে উদ্বেগজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বিশেষ করে রাজ্যটির হায়দ্রাবাদে হঠাৎ করেই করোনা রোগীর সংখ্যা বেড়েছে।
এর কারণ অনুসন্ধানে নেমেছে রাজ্য প্রশাসন। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, হায়দ্রাবাদে করোনা আক্রান্ত এক নারী থেকে ৩১ জন সংক্রমিত হয়েছেন।
হায়দ্রাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সুমেষ কুমার বৃহস্পতিবার সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, লকডাউন চলাকালীন গত কয়েকদিনে জেলার সূর্যপেট শহরের বিভিন্ন বাড়িতে ‘অষ্ট চাম্মা’ নামের এক ধরনের লুডু খেলেন এক নারী। সে সময় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ওই লুডু খেলাগুলোয় তার সংস্পর্শে আসা ৩১ জন নারীর দেহে করোনা সংক্রমিত হয়।
এ ঘটনার পর সামাজিক দূরত্ব ও লকডাউন বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সূর্যপেট শহরের পাঁচ প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ওই ৩১ জনকে নিয়ে হায়দ্রাবাদে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। মারা গেছেন ২৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৯৭ জন। মোট মৃত্যু সংখ্যা ৬৮১ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৬ জন।