উগান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত দিয়ে যাওয়া লেক আলবার্টে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা এএফপি’কে একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমো জানান, এ লেকের উত্তরপূর্বাঞ্চলে উগান্ডার দু’টি স্থানের মধ্যে এ নৌকাতে করে যাত্রী বহন করার সময় নৌযানটি একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে এবং পানিতে ডুবে যায়।
ওরোমো বলেন, ‘নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ২১ জনকে জীবিত এবং ২৬ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।’
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সামুয়েল ওনিয়াঙ্গো এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নেয়া বিভিন্ন পদক্ষেপ মেনে না চলার এবং আবহাওয়ার ধরণ দ্রুত পরিবর্তনের কারণে লেক আলবার্টে অনেক দুর্ঘটনা ঘটে থাকে।’
গত জুনে কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলে পৃথক ঘটনায় দু’টি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়।