অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত কলতাপাড়া আনন্দ পাঠশালা’র জন্য লেখাপড়া ট্রাস্ট-কে আর্থিক সহযোগিতা প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এমটিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেখাপড়া ট্রাস্ট-এর চেয়ারপার্সন, ড. শাহীদা আখতার এর হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেখাপড়া ট্রাস্ট-এর ট্রাস্টি, শাব্বির আহমেদ ওসমানী এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ উভয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আজকের বাজার/এ.এ