লেগানেসকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলেরও তৃতীয় স্থানে উঠে আসলো গ্যালাক্টিকোরা।
ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ এস্তাদিও মিউনিসিপলে লেগানেসকে লিড এনে দেন বুসতিনজা। তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। ১১ মিনিটেই রিয়ালকে সমতায় ফেরায় লুকাস বাসকুয়েসের গোল। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। আর ম্যাচের অতিরিক্ত সময়ে সার্জিও রামোসের স্পট কিক গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন শিষ্যরা। ইনজুরির কারণে ডিফেন্ডার হেসাস, মিডফিল্ডার টনি ক্রুজ, মার্সেলো ও লুকা মডরিচকে ছাড়াই এই ম্যাচ খেলে জিদানের দল।
আরএম/