সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই আক্রমনাত্বক ছিল জিদান্য শিষ্যরা।
৮ মিনিটে লেগানেসের জালে বল জড়িয়ে রিয়াল সমর্থকদের আশ্বস্ত করেন গ্যারেথ বেল। প্রথর্মার্ধের ঠিক শেষ মিনিটে এসে ব্যবধান দ্বিগুন করেন বোর্হা মায়োরাল।
২-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। ৬৬ মনিটে লেগানেসের হয়ে একটি গোল শোধ করেন ব্রেসেনেক। তবে এরপর আর কোন গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরজেড/