পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ও বাংলা ট্রাক লিমিটেড যৌথভাবে বিদুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে কোম্পানি দুইটির যৌথ প্রতিষ্ঠান বিটিআরএসি এনার্জি কনসের্টিয়াম লেটার অব ইনটেন্ট পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নির্মার্ণ করা হবে। বিপিডিবি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় ৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে।
প্যারামাউন্ট বিটিআরএসি এনার্জি লিমিটেড নামে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালিত হবে। কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল এবং ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে বাংলা ট্র্যাক লিমিটেড।
আরএম/