লেনদেনেও শীর্ষে আল-আরাফাহ ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনেও শীর্ষ স্থান দখল করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটি ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি টপটেন গেইনার তালিকারও শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৮৯১ বারে ৭৩ লাখ ৯৮ হাজার ২৩১টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ৬৮১ বারে ৬৫ লাখ ৮৯ হাজার ২০৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৪ কোটি ৮ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এক হাজার ১৬৬ বারে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যাল, উত্তরা ফিন্যান্স, ইফাদ অটোস, আমরা নেটওয়ার্কস, লংকাবাংলা ফিন্যান্স ও স্যালভো কেমিক্যাল লিমিটেড।

আরএম/