লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়ে শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন ছাড়িয়েছে ৩৫ কোটি টাকা। আর লেনদেন হয় মোট ১৩ লাখ ৮৪ হাজার ৯৩৫ টি শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আজ লেনদেন ছাড়ায় ২৯ কোটি ৪৪ লাখ টাকা। আর মোট লেনদেন হয় ৯৫ লাখ ৬২ হাজার ২০৬ টি শেয়ার।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেডের আজ লেনদেন ছাড়ায় ২৯ কোটি ৩৯ লাখ টাকা। মোট লেনদেন হয় ২৬ লাখ ৮৫ হাজার ৬৭০ টি শেয়ার।

এছাড়া টপ ট্রেড বা লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গ্রামীনফোন ,দ্যা সিটি ব্যাংক লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড, রূপালি লাইফ ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেড

 

আজকের বাজার/মিথিলা