লেনদেনের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটি ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৬৪৪ বারে ৫০ লাখ ১০ হাজার ২৪৫টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটির  ২ হাজার ৩৫১ বারে ৬ লাখ ৭৬ হাজার ৫৬৫টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১০ কোটি ১৭ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এক  হাজার ২৩৮  বারে ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, গ্রামীণফোন, ইফাদ অটোস, নাহি অ্যালুমিনিয়াম, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাপেক্স ফুডস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।