লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আজ কোম্পানিটি ২৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৮৮৪ বারে ৪৪ লাখ ২৮ হাজার ৫৫৫টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির ৭৯২ বারে ৩ লাখ ২ হাজার ২১০টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৫  কোটি ২৮ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেড ৩ হাজার ১৮০ বারে ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১৩ কোটি ৩৮ লাখ, স্কয়ার ফার্মা ১১ কোটি ৩১ লাখ, কেয়া কসমেটিকস ১০ কোটি ১১ লাখ, ড্রাগন সোয়েটার ৯ কোটি ৪৯ লাখ, ফু-ওয়াং ফুড ৯ কোটি ৪৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৮ কোটি ৬১ লাখ ও লংকাবাংলা ফিন্যান্স ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১