ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আজ কোম্পানিটি ১৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ এক হাজার ৯৩৩ বারে ১৩ লাখ ২৮ হাজার ৯৪৯টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির এক হাজার ৯৪৮ বারে ৩৩ লাখ ৮৯ হাজার টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ৯২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড দুই হাজার ৫১১ বারে ১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবলস, ব্রাক ব্যাংক, মুন্নু সিরমিক, নাহি অ্যালুমিনিয়াম ও কেয়া কসমেটিকস লিমিটেড।
এমআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮