ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ অক্টোবর রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার কোম্পানিটি ৬১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি রোববার ৫ হাজার ৮৬০ বারে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৬টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। রোববার কোম্পানিটির দুই হাজার ৮৪৮ বারে ৮৭ লাখ ২১ হাজার ২৫৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫৬ কোটি ১১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক ৩ হাজার ৭৭৩ বারে ৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ৩৪ কোটি ২২ লাখ টাকা, উত্তরা ব্যাংক ৩৩ কোটি ৭০ লাখ টাকা, আমরা নেটওয়ার্কস ৩১ কোটি ৭০ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২৮ কোটি ৬৩ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক ২৪ কোটি ৮ লাখ টাকা, আইডিএলসি ২৩ কোটি টাকা ও ইফাদ অটোস ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭