লেনদেনের শীর্ষে এসকে ট্রিমস

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে এসকে ট্রিমস এর লেনদেন ছাড়িয়েছে ২০ কোটি ৭৭ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৪১ লাখ ৬৬ হাজার ২২৪ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড । লেনদেন হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৪৭৭ টি শেয়ার । যার বাজার মূল্য ১৯ কোটি ৩৫ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম কটন মিলস। মোট লেনদেন হয় ৬৫ লাখ ১৩ হাজার ৮০ টি শেয়ার যার বাজার মূল্য ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

চতুর্থ স্থানে উঠে আসা কাট্টালি টেক্সটাইল লিমিটেড ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয় আজ।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড,খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা