লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

আজ বৃহস্পতিবার (১২ মার্চ), সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ওরিয়ন ফার্মা লিমিটেড-এর শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকার। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকার। আর তৃতীয় স্থান থাকা ওরিয়ন ইনফিউশন-এর শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯ লাখ টাকার।

লেনদেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল, লাফার্জ হোলসিম এবং খুলনা পাওয়ার।

আজকের বাজার/এ.এ