ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫ হাজার ৪০ বারে ৭৯ লাখ ৪০ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। কোম্পানির ২৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির এক হাজার ৯৮৬ বারে ৮ লাখ ৭ হাজার ৭৮৩টি শেয়ার লেনদেন করে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আমান ফিড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, সামিট পাওয়ার, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।