লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটি ২৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ এক হাজার ৩২৯ বারে ৪ লাখ ৫৫ হাজার ৩৪৮টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির এক হাজার ৮০৭ বারে ৫ লাখ ৯৬ হাজার ৯৭৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৯ কোটি ৬০ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড এক হাজার ৯৪০ বারে ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১১ কোটি ৮৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১১ কোটি ৭৫ লাখ, ন্যাশনাল টিউবস ১১ কোটি ৬৩ লাখ, সিটি ব্যাংক ১০ কোটি ৮৮ লাখ, মুন্নু সিরামিক ১০ কোটি ৮৫ লাখ, ইফাদ অটোস ১০ কোটি ৪৪ লাখ ও মার্কেন্টাইল ব্যাংক ৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮