লেনদেনের শীর্ষে গ্রামীনফোন

চলতি সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়ে শীর্ষে উঠে এসেছে গ্রামীনফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ৩৬৩ টাকা ৮০ পয়সায়। আর লেনদেন হয় মোট ২০ কোটি ১৭ লাখ টাকা। মোট হাতবদল হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৬৫ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। আজ লেনদেন হয় ৯ লাখ ৪৪ হাজার ৩৮৫ টি শেয়ার। আর লেনদেন ছাড়ায় ১৫ কোটি ৫২ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। আজ লেনদেন ছাড়ায় ১৪ কোটি ৮৭ লাখ টাকা। মোট লেনদেন হয় ৩৫ লাখ ৮৭ হাজার ৫১ টি শেয়ার।

এছাড়া টপ ট্রেড বা লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: বিএফএস থ্রেড পাইপ, ফরচুন সুজ, প্রিমিয়ার ব্যাংক, ব্রাক ব্যাংক, রেনেটা, স্কয়ার ফামাসিউটিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড,মুন্নু জুট স্টাফলার, বিকন ফামা, সিটি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল পলিমার, মুন্নু সিরামিকস, লিগ্যাসী ফুটওয়্যার, জেএমআই মেডিক্যাল ডিভাইসেস, ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা