ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ আগষ্ট বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটি ৩৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৩০৭ বারে ২ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৩৭৯টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৬২৮ বারে ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৩৮৫টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক দুই হাজার ১৮০ বারে ৩২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএস ক্যাবলস ২৯ কোটি ৭৬ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্ট ২৩ কোটি ৫২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক ২১ কোটি ২১ লাখ টাকা, সিটি ব্যাংক ১৮ কোটি ৮৪ লাখ টাকা, লংকাবাংলা ফিন্যান্স ১৪ কোটি ৮৯ লাখ টাকা, ন্যাশনাল টিউবস ১৪ কোটি ৪২ লাখ টাকা ও মার্কেন্টাইল ব্যাংক ১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার: এলকে/এলকে ০৯ আগস্ট ২০১৬