লেনদেনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ সেপ্টেম্বর রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার কোম্পানিটি ৪৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৬৩২ বারে ২ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৫২২টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার কোম্পানিটির ২ হাজার ৪২৯ বারে ১ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ৮৯৭টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৩ কোটি ৬০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্স ২ হাজার ১৭৫ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আর্গন ডেনিম ২৮ কোটি ৩ লাখ টাকা, সিটি ব্যাংক ২৫ কোটি ৯৬ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক ২৩ কোটি ৫৩ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ২৩ কোটি ১ লাখ টাকা, প্রাইম ব্যাংক ২১ কোটি ৮৬ লাখ টাকা, এক্সিম ব্যাংক ২১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭