ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৪ হাজার ৬৭২ বারে এক কোটি ২০ লাখ ৪৬ হাজার ৯১০টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ৩৪৮ বারে এক কোটি ১ লাখ ১৯ হাজার ৯৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যাল ৫ হাজার ১৭৩ বারে ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ৩১ কোটি ১ লাখ টাকা, সিটি ব্যাংক ২৬ কোটি ৪৯ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ২৫ কোটি ২ লাখ টাকা, অগ্নি সিস্টেম ২২ কোটি ১৬ লাখ টাকা, এ্যাপোলো ইস্পাত ২১ কোটি ৬৩ লাখ টাকা, সিএমসি কামাল ২১ কোটি ৩৯ লাখ টাকা ও সেন্ট্রাল ফার্মা ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।