লেনদেনের শীর্ষে বেক্সিমকো

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটি ৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৫ হাজার ৩৬০ বারে এক কোটি ৩১ লাখ ৯০ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম লিমিটেড। আজ কোম্পানিটির তিন হাজার ৯৮২ বারে ৩৯ লাখ ৩ হাজার ৪৭৫টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুট ৪ হাজার ৬৪৬ বারে ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, মুন্নু সিরামিক, জেমিনি সি, অ্যাডভেন্ট ফার্মা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

এস/