চলতি এপ্রিল মাসজুড়েই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সমাপ্ত সপ্তাহেও ডিএসইতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৫.৭৯ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ১৮ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৬ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি টাকা।
টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মাসিটিক্যালস, উসমানিয়া গ্লাস শিট, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।
এস/