ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ জুলাই মঙ্গলবারের লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। এদিন ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৫০ শতাংশ ছিল এই খাতের। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ২০ শতাংশ ছিল এ খাতের দখলে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। লেনদেনে ১০ দশমিক ৯০ শতাংশ দখল ছিল এ খাতের।
লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলো হলো- আর্থিক প্রতিষ্ঠান খাত ৯ দশমিক ৫০ শতাংশ, প্রকৌশল খাত ৯ দশমিক ১০ শতাংশ, বিদ্যুৎ-জ্বালানী ৭ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাত ৬ দশমিক ৪০ শতাংশ, আইটি খাত ৪ দশমিক ৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ৩ দশমিক ৩০ শতাংশ, সিমেন্ট খাত এবং মিউচ্যুয়াল ফান্ড খাত ২ দশমিক ৯০ শতাংশ করে।
এছাড়া সেবা খাত ২ শতাংশ, ভ্রমণ ও পর্যটন খাত ১ দশমিক ৩০ শতাংশ, সাধারণ বিমা খাত ১ শতাংশ, টেলিকম খাত দশমিক ৯০ শতাংশ, সিরামিক খাত দশমিক ৮০ শতাংশ, জীবন বিমা খাত দশমিক ৪০ শতাংশ, চামড়া খাত দশমিক ৩০ শতাংশ, কাগজ ও মুদ্রণ খাত দশমিক ২০ শতাংশ এবং পাট খাত দশমিক ১০ শতাংশ দেনদেন করেছে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭