লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৭ লাখ ৬১ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩০ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২  কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৫ লাখ ৪৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি টাকা।

টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ইফাদ অটোস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, গ্রামীণফোন, অ্যাপেক্স ফুডস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

আরএম/